এবার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের তৈরি করা এ সব হ্যান্ড স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ তৈরিকৃত এ হ্যান্ড স্যানিটাইজার আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নিয়ে গত দু’দিনে প্রায় ৫০০ বোতল তৈরি করেছে কৃষি রসায়ন বিভাগ।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘বিভাগের নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।’

ইতিমধ্যে তারা ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, ‘আমাদের আর্থিক সংকট রয়েছে। বিনামূল্যে বিতরণের জন্য ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির দরকার হলে, আমরা তা করতে রাজি আছি। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা নেয়া হবে।’

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘কৃষি রসায়ন বিভাগের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ কাজে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় অগ্রাধিকারভিত্তিতে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।