ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ, খোলা থাকছে হল

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা থাকছে কলেজের আবাসিক হল এবং প্রশাসনিক কার্যক্রম। সোমবার ঢাকা কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কলেজের সব ক্লাস এবং পরীক্ষা স্থগিত থাকবে। তবে অফিসের কার্যক্রম যথারীতি চলবে।

অপর এক বিজ্ঞপ্তিতে আগামীকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজ বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে।

এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠেয় আন্তঃবিভাগ, আন্তঃহল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও প্রীতি ক্রিকেট ম্যাচ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ১৮ ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কলেজের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে। তবে আমাদের অফিস খোলা থাকবে।’

আবাসিক হল সমূহ বন্ধের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ জানান, ‘আবাসিক হলসমূহ বন্ধের বিষয়ে সরকারি কোনো নির্দেশনা আসেনি। সরকারি নির্দেশ পেলে আবাসিক হলগুলো বন্ধ করে দেয়া হবে।’

এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।