শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্লাস-পরীক্ষা বন্ধ ও ক্যাম্পাসে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার পর এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সচেতনতা ও আপনজনদের কাছে নিরাপদস্থলে থাকার পরামর্শও দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস ঠেকাতে জরুরি সিন্ডিকেট সভায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও পরদিন ক্যাম্পাসে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মোয়াজ্জেম হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।