করোনা আক্রান্তদের পাশে দাঁড়াল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
করোনাভাইরাসে সম্ভাব্য আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ ও সেবা দিতে হটলাইন চালু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও স্বাস্থ্য অধিদফতর। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে কল আসায় বেশিরভাগ সময় ব্যস্ত থাকে সরকারি এসব হটলাইন।
তবে সরকারি এসব হটলাইন ব্যস্ত থাকলেও করোনার এ সংকটময় সময়ে নিজেদের হটলাইন নম্বরগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট।
এখানে নির্দ্বিধায় ফোন করতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খোলা থাকবে ২৪ ঘণ্টা।
তাদের নম্বরগুলো হলো-
২৪ ঘণ্টা সেবা পেতে- ডা. রেহানা আক্তার ০১৬৮৭৬১০৪১৩; ডা. নাজির শাহ ০১৩০৩৩১৬০১৮; ডা. নিলয় প্রসাদ ০১৭১৮৪৫২৫৫৮; ডা. মো. আসদুজ্জামান শুভ ০১৩০১৮৮০২৮৩; ডা. মাহবুবুর রহমান ০১৫৩৩৯৮৭৯১৪; ডা. মোহনা খন্দকার ০১৯৫৩৫১৩১০৮; ডা. সাফিয়া ইসলাম ০১৮৮৩৫৮১৮২৯; ডা. আতিয়া রহমান ০১৭৭২৬০৬৪৭০; ডা. প্রিয়াংকা মন্ডল ০১৭১৭০২০১১৮; ডা. শারমিন হক প্রিমা ০১৭৯৫২৩৩৫৪; ডা. সাদমান সাকিব ০১৬৭৫৮৪৩৯৮৭; অলিয়া মাহজাবীন ০১৭৯৬৫৯৭১৯৮; ডা. তানভির রহমান ০১৫১৮৬১৫০৫২; ডা. সাদিয়া আফরিন ০১৫৩৪৩০১৯২৫।
সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবা পেতে-
ডা. জারা রহমান ০১৭৫৭৫৪০১৬২; নওরিন জাহান ০১৮৭৩১৪৭৪৯৭; ডা. ফারজানা ইয়াসমিন ০১৯২৯৪২২৩৩১; ডা. রিফাত পারভেজ অমি ০১৮৪১৭১৬১৩১; ডা. নুসরাত নুরী রাইসা ০১৮৫৬৮৭৭৭৪৮; ডা. সুবাশ্রী মনিগ্রাম ০১৪০১২৮৮২০২; ডা. নিগার সুলতানা ০১৯৭২৩৯৭১৯৭; ডা. নাফিসা রহমান ০১৬২৭৫৮৫১০০; রেশমা মুজাফফর ০১৭৯৭২৮৭৪৬৫; ডা. হিমা ০১৬১১১০৮৫৬৬; ডা. মাহবুব আলম ০১৭৫৯৮০০৫০৭; ডা. ফারজানা ০১৫৩৪৯৯১৮৬৫।
এফআর/এমএস