করোনায় অসহায় মানুষের পাশে শেকৃবি
করোনাভাইরাসের কারণে গোটা পৃথিবী আজ লকডাউন। বাংলাদেশেও ক্রমেই বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা বিস্তাররোধে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
তবে এ দুর্যোগে অসহায় হয়ে পড়েছে দেশের খেটে খাওয়া মানুষ। আর তাদেরই সহায়তায় পাশে দাঁড়িয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছে ত্রাণ তহবিল। আর এই তহবিলের অর্থ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে করোনায় স্থবির হয়ে পড়া অসহায় মানুষদের প্রতি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আগারগাঁও বস্তি, বিএনপি বস্তি, পাকা মার্কেট, ৬০ ফিটসহ পুরো শেরেবাংলা নগর থানা ঘুরে ঘুরে অসহায় মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে ত্রাণ বিতরণ কমিটি।
কমিটির সদস্য কামরুল ইসলাম তারেক বলেন, ‘আমরা প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। দেশের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
তিনি এই কার্যক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় তারেক তার সহযোগী জাকিরুল ইসলাম অপু, শাখাওয়াত হোসাইন, আবু নোমান সায়েমসহ সকলকে ধন্যবাদ জানান।
আর ত্রাণ বিতরণে পৃষ্ঠপোষকতা করার জন্য অধ্যাপক মাহবুবুল আলম, সহযোগী অধ্যাপক ড. মো. কে বি এম সাইফুল, সহকারী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান, প্রভাষক মীর মোহাম্মদ আলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
মো. রাকিব খান/বিএ