অসহায়দের জন্য একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। সকলের সহযোগিতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে পারবো।

সালমান শাকিল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।