এবার অনলাইনে পরীক্ষা নেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক koro
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবার অনলাইনে সেমিস্টার পরীক্ষা নিতে যাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রথম ধাপে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ শনিবার জাগো নিউজকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আমরা অনলাইনের মাধ্যমে সেমিস্টার পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী গত ১৪ দিন ধরে অনলাইনে ক্লাস কার্যক্রম চলছে।আর এবার অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেয়া হবে।

PU-2.jpg

কাজী আশফাক আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর অনেক শিক্ষার্থী দেশের বাড়ি চলে গেছে। সেখানে ইন্টারনেটের গতি কম বা ইন্টারনেট সংযোগ নেই। এ কারণে মোবাইলের মাধ্যমে সেসব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে সেমিস্টার পরীক্ষা নেয়া হবে। ইতোমধ্যে সব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবার কাছে পরীক্ষার রুটিন পাঠিয়ে দেয়া হয়েছে। ফ্যাকাল্টি এ পরীক্ষার আয়োজন করবে বলেও জানান তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিনে দেখা গেছে, আগামী ১১ এপ্রিল ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা শুরু হবে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে।

এমএইচএম/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।