প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন জাবির কর্মকর্তারা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের হতদরিদ্র ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তারা।

শনিবার (০৪ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আ. রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। এই মহাদুর্যোগ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। ফলে দেশের প্রান্তিক, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যনির্বাহী পরিষদ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফারুক হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।