করোনায় জনসাধারণকে টেলিমেডিসিন সেবা দিচ্ছে ঢাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৭ এপ্রিল ২০২০

ফোনকলের মাধ্যমেই সরাসরি ডাক্তারের সাথে কথা বলে নেয়া যাবে চিকিৎসাসেবা। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে পরিচালিত ‘টেলিমেডিসিন কার্যক্রম’র মাধ্যমে দেশের জনসাধারণকে এই সেবা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী একমাস বিনামূল্যে এ চিকিৎসাসেবা দেয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরামর্শক্রমে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল কাদিরের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় এ টেলিমেডিসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যে কোনো সেবাপ্রার্থী অটো-হান্টিং নম্বর ০৯৬৬৬ ৭০ ৭০ ৮১-এ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে ঘরে বসেই চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। আগামী একমাস বিনামূল্যে এ সেবা দেয়া হবে।

আপাতত প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী চিকিৎসক এ পরামর্শ দেবেন। এদের মধ্যে ছয়জন এসেছেন বাংলাদেশ সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানের তরফ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ স্বেচ্ছাসেবা কার্যক্রমে আরও চিকিৎসক প্রয়োজন। ইচ্ছুক চিকিৎসকদের https://docs.google.com/forms/d/e/ লিংকে গিয়ে একটি তথ্য ফর্ম পূরণ করতে অনুরোধ করা হচ্ছে। আরও তথ্য জানতে চাইলে [email protected] ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তাভিত্তিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের মাধ্যমে এলাকার জনগণকে এ সেবা দিতে আগ্রহীদের https://bmpt.du.ac.bd/telemedicine/ লিংকে দেয়া নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণ করতে অনুরোধ করা হচ্ছে।

এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।