অনির্দিষ্টকালের জন্য স্থগিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ১০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কোথাও চিকিৎসা পেতে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান ওহিদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতের অংশ হিসেবে এবার ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘোষিত ক্লাস-পরীক্ষা স্থগিতের সময়সীমা শেষ হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।