ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষক ভবন লকডাউন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবন লকডাউন করা হয়েছে। এক আবাসিক শিক্ষকের পরিবারের সদস্যের করোনা পজেটিভ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনটিকে লকডাউন হিসেবে ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ‘অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবনের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল তার করোনা হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজকে তার করোনা পজেটিভ বলে ডাক্তাররা জানান। তারপর থেকেই ওই ভবন লকডাউন করে দেয়া হয়।’

প্রক্টর জানান, ওই ভবনের সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কাউকে শঙ্কিত না হয়ে কঠোরভাবে মেডিকেলের নিয়মনীতি মেনে বাসায় অবস্থানের অনুরোধ জানাচ্ছি। নিজেদের সুরক্ষার জন্য, জীবন বাঁচানোর স্বার্থে তাদের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।