সরকারকে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান ঢাবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ১০:২৬ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সমাজ, অর্থনীতি, উন্নয়ন, পরিবেশ, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রভাব পড়বে সে সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গবেষকদের সুচিন্তিত মতামত গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে অনলাইন ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে এক সভা এই আহ্বান জানানো হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ সভায় সংযুক্ত ছিলেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, পৃথিবীর উন্নত দেশসমূহে বড়ধরনের কোনো সংকট তৈরি হলে সরকার সে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শ নিয়ে থাকে।

তিনি বলেন, করোনার কারণে বাংলাদেশে যে সমস্যার তৈরি হয়েছে তার জন্য আমরা নিজ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। সরকার যদি বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নিতে পারে সেক্ষেত্রে সরকার ও দেশের জনগণ উভয়েই লাভবান হবে। সম্ভাব্য ক্ষতির পরিমাণও কমে যাবে। আমরা আশা করি সরকার এই সুযোগ ব্যবহার করতে পারবে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।