ঢাকা কলেজে অনলাইন ফেস্টিভাল

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ জুন ২০২০

করোনাভাইরাসের এই ক্রান্তিকালীন সময়েও থেমে নেই ঢাকা কলেজের কার্যক্রম। ক্লাস ও অন্যান্য পাঠ্যক্রম কর্মসূচি যার পুরোটাই হচ্ছে অনলাইনে। তবে ক্লাস আর পাঠ্যক্রম কর্মসূচির বাইরে এবার অনুষ্ঠিত হয়েছে অনলাইন ফেস্টিভাল। যার আয়োজন করেছে ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।

১১ ও ১২ জুন ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ‘ইমব্রোগ্লিও অ্যাপেক ১.০’ (জটিল অবস্থার কাল ১.০) নামে দুই দিনব্যাপী একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল- মহামারি প্রাদুর্ভাবের এমন দুঃসময়ে ঘরবন্দী ধূসর জীবনে কিছুটা রঙ ছড়ানো। ইংরেজি সাহিত্য, ব্যাকরণ ও পপ সংস্কৃতির ওপর ভিত্তি করে জ্ঞান অর্জন এবং প্রদর্শনের জন্য ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এমন একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে। যা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথম অনলাইন ভাষা প্রতিযোগিতা।

ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহেদ শাহানের সরাসরি তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়। আর এতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।

১৪টি ভিন্ন ভিন্ন ইভেন্টের সমন্বয়ে ফেস্টিভালটির আয়োজন করা হয়। অনলাইন ফটোগ্রাফি, প্রদর্শনী, রচনা প্রতিযোগিতাসহ সবকিছু অনুষ্ঠিত হয় অনলাইনে। অনলাইনে এ ইভেন্টটি ১৪ হাজার মানুষের কাছে পৌঁছেছে এবং দুই হাজারের বেশি ব্যক্তি এই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

ক্লাবটি দ্রুত গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, নতুন আঙ্গিকের এমন একটি সফল অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে ঢাকা কলেজ অনলাইন জগতে এক নতুন ধারার সূচনা করেছে। এসময় এমন আয়োজনের জন্য ক্লাবের মডারেটর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানসহ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান অধ্যক্ষ।

নাহিদ হাসান,এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।