ঢাকা কলেজের আরও এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত, মোট ১০

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৮ জুন ২০২০
ফাইল ছবি

ঢাকা কলেজের আরও এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তিনি ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ৷করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, হালকা গলা ব্যথা দেখা দিলে পরিবার থেকে আলাদা কক্ষে থাকা শুরু করেন৷ এর দুই দিন পরে নমুনা পরীক্ষার মাধ্যমে নিজের করোনা পজিটিভের বিষয়ে নিশ্চিত হন তিনি৷ বর্তমানে এই শিক্ষার্থী রাজধানীর বাসাবো এলাকায় বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন৷ বর্তমানে তাঁর শারিরীক অবস্থা ভালো বলেও জানান তিনি৷

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ নিয়ে ঢাকা কলেজের মোট ১০ শিক্ষার্থীর করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে৷

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।