সফট লোনে আগ্রহ নেই জবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২১ জানুয়ারি ২০২১

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে দেয়া সফট লোন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধিকাংশ শিক্ষার্থী। কারণ হিসেবে বিষয়টি সম্পর্কে যথাযথভাবে না জানা, জানলেও নিয়ম-কানুনের ধোঁয়াশা এবং সবশেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা শুনে মোবাইল ফোন কিনতে অনীহা ইত্যাদি কারণকে সামনে এনেছেন তারা। মূলতঃ বিশ্ববিদ্যালয় থেকে সফট লোন নেয়ার প্রক্রিয়াটি ‘অত্যন্ত জটিল’ মনে হওয়ায় এ বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন জবি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতর সূত্রে জানা যায়, সফট লোনের জন্য প্রাথমিকভাবে তিন হাজার শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছিলেন। কিন্তু দ্বিতীয় দফায় মাত্র গুটিকয়েক বিভাগ থেকে আবেদন পড়েছে প্রায় ২০০টি। তবে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তাহমিদ বলেন, ‘করোনাভাইরাসের জন্য অনলাইনে ক্লাস শুরু হলে নানাবিধ সমস্যায় পড়তে হয়েছিল আমাদের। এর মধ্যে অন্যতম ছিল ডিভাইস সঙ্কট। কিন্তু এখন সব কিছু উপেক্ষা করে আমরা আবার ঢাকামুখী হয়েছি। অনলাইন সেমিস্টারও শেষ। এখন আমরা সফট লোন দিয়ে কী করব?’

তিনি আরও বলেন, ‘সফট লোন পেতে হলে আগে মোবাইল কেনার রশিদ জমা দিতে হবে তারপর লোন দেবে। মোবাইল কেনার জন্য আগে কোথায় টাকা পাব?’

ইসলাম শিক্ষা বিভাগের সায়েম বলেন, ‘করোনাকালে অনলাইন ক্লাসের জন্য আমাদের ডিভাইস সঙ্কটে ভুগতে হয়েছে। আগামী মাসে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশ্বাস দিয়েছে। এখন সফট লোন নিয়ে কী হবে? বিশ্ববিদ্যালয় খুলে দিলে তো অফলাইনেই ক্লাস হবে।’

করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় জবি প্রশাসন।

রায়হান আহমেদ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।