একাডেমিক ও আবাসিক হল খোলার প্রস্তুতি নিচ্ছে ইবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

একাডেমিক ও আবাসিক হল চালুর প্রস্তুতি নিতে শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এ লক্ষ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন পরিচালক ও প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ড. নওয়াব আলী খানের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘প্রায় একবছর করোনা মহামারির মধ্য দিয়ে আমরা মূল্যবান সময় অতিবাহিত করছি। গত তিন সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুহার হ্রাস পাচ্ছে। তবে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।’

তিনি বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপাচার্যদের সভা আছে। সেখানে এ বিষয়ে আমাদের ভাবনা উপস্থাপন করবো। সরকার বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিলে শিক্ষা কার্যক্রম ও হল খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্যই প্রস্তুতির অংশ হিসেবে আজকের এ সভা।’

jagonews24

উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বলেন, ‘অচিরেই হয়তো বা বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের কিভাবে সুরক্ষা দিতে পারি তার পরিকল্পনা ও পূর্ব-প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে আইন অনুষদের ডিন অধ্যাপক হালিমা খাতুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক নজিবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান, আইআইইআর’র পরিচালক অধ্যাপক মেহের আলী, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আইন প্রশাসক অধ্যাপক জহুরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক দেবাশীষ শর্মাসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও অধ্যাপকরা বক্তব্য রাখেন।

রায়হান মাহবুব/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।