শাবিপ্রবির ল্যাবে করোনা শনাক্তের হার ৫৩.৭২ শতাংশ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ১১:০২ পিএম, ১৪ জুলাই ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৩ দশমিক ৭২ শতাংশ।

বুধবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবের ইনচার্জ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী মো. হাম্মাদুল হক জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ৪৬৫টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে মৌলভীবাজারের ৮৩ জন, হবিগঞ্জের ৮৩ জন, সুনামগঞ্জের ৩৪ জন ও সিলেটের দুইজন রয়েছেন।

মোয়াজ্জেম আফরান/এসআর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।