সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা সশরীরে শুরু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা শুরু হয়।

এর আগে গত ১৮ আগস্ট সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষরা সভা করে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ও পরে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক দ্বিতীয় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয়বর্ষের ফাইনাল পরীক্ষা আগামীকাল (২ সেপ্টেম্বর) শুরু হবে৷ ২০১৭-১৮ সেশনের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৷ এভাবে অন্যান্য বর্ষের পরীক্ষার সময়সূচিও শিগগিরই ঘোষণা করা হবে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময় অর্ধেক করা হয়েছে অর্থাৎ চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় নেওয়া হচ্ছে।

jagonews24

দুপুরে সরেজমিনে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মূল ফটক থেকেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও পরীক্ষার হলে আসন বিন্যাসেও যথেষ্ট ফাঁকা রেখে
শিক্ষার্থীদের বসানো হয়েছে ৷

ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, করোনাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে শুরুতে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নিলেও পর্যায়ক্রমে সব শিক্ষাবর্ষের পরীক্ষাও সশরীরে স্বাস্থ্য-সুরক্ষা মেনে নেওয়া হবে বলে জানান তিনি।

পরীক্ষা কমিটির সদস্য ও কলেজের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষা যেন বজায় থাকে সেজন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক নিশ্চিত করে ও বডি থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার পর শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া কোনো শিক্ষার্থীর যদি উপসর্গ থাকে তবে তার জন্য আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

নাহিদ হাসান/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।