ঢিলেঢালা স্বাস্থ্যবিধি, নানা হেল্পডেস্ক, চিন্তিত অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০১ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের মাধ্যমে এবছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের তা মানতে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় এলাকায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের বসেছে নানা হেল্পডেস্ক। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে চিন্তিত দেখা যায় অভিভাবকদের।

শুক্রবার (১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর আগেই প্রবেশপথগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। শারীরিক দূরত্ব ছিল না বললেই চলে। অনেকে আবার মাস্কও পরেননি।

du4

সিটপ্ল্যান দেখানো, মাস্ক, পানি, প্রাথমিক চিকিৎসাসহ পরীক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রসংগঠনগুলো বসিয়েছে হেল্পডেস্ক। ছাত্রলীগের ১৮টি হেল্পডেস্ক বসেছে বিভিন্ন স্থানে। অন্যান্য রাজনৈতিক ছাত্রসংগঠনেরও হেল্পডেস্ক দেখা যায়। এছাড়া বসেছে আঞ্চলিক সংগঠনগুলোর হেল্পডেস্ক।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতায় ছাত্রলীগ পাশে আছে। তাদের পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দেওয়াসহ নানা ধরনের সহযোগিতা দিচ্ছে।

du4

নরসিংদীর রায়পুরা উপজেলার শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি জাহিদ হাসান বলেন, পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য, পরীক্ষাকেন্দ্র দেখিয়ে দেওয়া, তাদের সঙ্গে থাকা বইপত্র- এগুলো আমরা রেখে দিয়েছি। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দেয় সে মোটিভেশনও দিয়েছি।

এদিকে পরীক্ষা চলাকালীন চিন্তিত দেখা যায় অভিভাবকদের। ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে আসা আবু সিদ্দিক ভূঁইয়া বলেন, ছেলে পড়ালেখা করছে নিয়মিত। করোনার কারণে পরীক্ষা না হওয়ায় মাঝে মঝে বিরক্ত হতো আর কত পড়বে। কতদিন অপেক্ষা করবে। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। তার চেষ্টা সে করেছে।

du4

নারায়ণগঞ্জ থেকে মেয়ে তাকিয়া আক্তার সাথীকে নিয়ে এসেছেন ওবায়দুল ইসলাম। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষার বিষয়ে জানতে চাইলে জাগো নিউজকে তিনি বলেন, অনেক চিন্তায় ছিল মেয়ে। কী হবে না হবে। এতদিন পর পরীক্ষা হচ্ছে জানি না কী হয়। খুব চিন্তায় আছি।

আরএসএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।