যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি সেলিনা সম্পাদক জাহিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (এনএফটি) সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতির ১১টি পদের মধ্যে ১০টিতেই যবিপ্রবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দদের সংগঠন নীল দলের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।

সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮৭ ভোটারের মধ্যে ২১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটার হলেও অনেকে উচ্চশিক্ষা ছুটি নিয়ে দেশ-বিদেশে থাকায় ভোট দিতে আসতে পারেননি।

ড. সেলিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারীর যিনি যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ও জিনোম সেন্টারের কোভিড-১৯ পরীক্ষণ দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ড. মো. আশরাফুজ্জামান জাহিদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনিও বর্তমানে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সহ-সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফার্মেসি বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রসায়ন বিভাগের প্রভাষক তুহিনুর রহমান জয়, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শুভাশিষ দাশ শুভ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক তাসমিয়া ইসলাম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মুজাহিদুল হক নির্বাচিত হয়েছেন।

এদিকে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।