হাবিপ্রবিতে হল খোলা রেখে অনলাইনে চলবে ক্লাস-পরীক্ষা
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্ত অনুসরণ করে একই সময় পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা অনলাইনে নেওয়া সিদ্ধান্ত গ্রেহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে খোলা থাকবে হাবিপ্রবির সব আবাসিক হল।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশিদ।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যে যেখানে আছে সেখানেই যেন নিরাপদে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে। সেশনজট নিরসনে ক্লাস ও পরীক্ষা অনলাইনে চলবে। আবাসিক হলগুলো খোলাই থাকবে। তবে শিক্ষার্থীদের পরিবহনের সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসজে/এএসএম