২২ বছরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪২ পিএম, ১৫ জুলাই ২০২২

১৫ জুলাই, ২২ বছরে পা রাখলো রাজধানীর একমাত্র উচ্চতর কৃষি গবেষণা ও বিদ্যাপীঠ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে উপমহাদেশের খাদ্য সংকট (দুর্ভিক্ষ) মোকাবিলার লক্ষ্যে ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই) প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

পাকিস্তান শাসনামলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট এবং স্বাধীনতার পর বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামকরণ করা হয়। ২০০১ সালের ১৫ জুলাই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি নামে নতুন রূপে যাত্রা শুরু হয় প্রাতিষ্ঠানটির। দীর্ঘ ৮৪ বছর ধরে এ অঞ্চলে কৃষিখাতে আলো ছড়ানো প্রতিষ্ঠানটি কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে ২২ বছরে পদার্পণ করলো।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী তৈরি এবং কৃষি গবেষণার যথাযথ প্রচার ও প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউটের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। অনুষদগুলোর অধীনে ৩৫টি বিভাগে প্রায় তিন শতাধিক শিক্ষক পাঠদান ও সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত।

শেকৃবি এ পর্যন্ত উদ্ভাবন করেছে ক্যান্সারপ্রতিরোধী সবজি সাউ টমাটিলো-১ ও সাউ টমাটিলো-২, সরিষার তিনটি উন্নত জাত সাউ সরিষা-১, সাউ সরিষা-২ ও সাউ সরিষা-৩; ভুট্টার উচ্চফলনশীল জাত সাউ হাইব্রিড ভুট্টা-১ ও সাউ হাইব্রিড ভুট্টা-২; ভিনদেশি ফুলের পরিবেশ সহিষ্ণু নতুন জাত বঙ্গবন্ধু-১ ও বঙ্গবন্ধু-২। ফুল দুটি নন্দিনী নামে বেশি পরিচিত। এছাড়া একই গাছে আলু ও টমেটোর জাত পমেটো, ভিনদেশি সবজি ব্রাসেলস স্প্রাউট, সলুক, উন্নত পানের জাত নির্বাচন, রসুনের বিকল্প বিডি নিরা উদ্ভাবন, নতুন প্রজাতির সামুদ্রিক মাছের সন্ধান, প্রাণিদেহে অনুজীবঘটিত রোগবিষয়ক সফল গবেষণায় সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুটি অনুষদ ভবন, একটি কেন্দ্রীয় গবেষণাগার, দুটি গবেষণা খামার, একটি লাইব্রেরি, প্রশাসনিক ভবন ও শিক্ষার্থীদের জন্য পাঁচটি আবাসিক হল। এর মধ্যে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য রয়েছে দুটি হল। এছাড়া নতুন নির্মিত দুটি হলের কাজ শেষ দিকে।

বিশ্ববিদ্যালয়ের সাফল্য নিয়ে শিক্ষার্থীরা যেমন গর্ব করেন তেমনই নানা সমস্যা নিয়ে তাদের রয়েছে হতাশাও। দীর্ঘ সময় ধরে চলে আসা এক বছরের সেশনজটের সঙ্গে করোনা মহামারিতে যুক্ত হয়েছে আরও দেড় বছর। অনলাইনে ক্লাস এগিয়ে নিলেও পরীক্ষা আটকে থাকায় হতাশ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের প্রত্যাশা, সেশনজট নিরসনে যেন প্রশাসন উদ্যোগী হয়। প্রশাসনও এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।

বিজ্ঞাপন

অন্যান্য বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হলেও এবছর ঈদুল আজহার ছুটির কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া কর্তৃক জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হক এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

jagonews24

বিজ্ঞাপন

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এলামনাই কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সবশেষে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

তাসনিম আহমেদ তানিম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।