জাবির ৫৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

দরিদ্র ও মেধাবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন ৫৪ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুবুল হাসান ফয়সাল ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশারের উদ্যোগে প্রতিবছর এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা হারে প্রায় সাড়ে ৬ লাখ টাকা প্রদান করা হবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. কবিরুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাসুদুর রহমান, ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের ইফতেকার হাসান জায়েদী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২৪তম ব্যাচের আশরাফ দীপু, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত প্রমুখ।

মাহবুবুল হাসান ফয়সাল বলেন, ‘যাদের আমরা বৃত্তি প্রদান করেছি তারা যেন সঠিকভাবে তা কাজে লাগাতে ও সমৃদ্ধি অর্জন করতে পারে। তারা যেন অসৎ পথে কোনো উপার্জন না করে। আমরা চাই তারা প্রতিষ্ঠিত হোক।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, ‘টাকার পরিমাণ সামান্য হলেও তা আমাদের খুব উপকারে আসবে। আশা করি, সামনের দিনগুলোতে তারা আমাদের পাশে থাকবেন। আমরা কখনো এ ঋণ শোধ করতে পারবো না।’

উল্লেখ্য, এর আগেও গত বছর ২৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

হাফিজুর রহমান/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।