তারুণ্যের শক্তিই সংবিধানের রক্ষাকবচ: ড. কামাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৩ নভেম্বর ২০২২

প্রবীণ আইনজীবী ও রাজনৈতিক ড. কামাল হোসেন বলেছেন- ‘তারুণ্যের শক্তিই বাংলাদেশের সংবিধানকে বাস্তবে রূপদান করেছে। তরুণদের কারণেই সংবিধান ৫০ বছর পরেও টিকে আছে। তারুণ্যের শক্তিই সংবিধানের রক্ষাকবচ।’

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ‘আমরা, বাংলাদেশের জনগণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সেন্টার ফর গভর্নেন্স স্ট্যাডিজ এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ড. কামাল হোসেন আরও বলেন, ‘দেশের রাজনীতিতে বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে। তারা জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখছে না। তবে মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় শক্তি ‘সচেতন নাগরিক’। কেউ যাতে সংবিধান লঙ্ঘন না করতে পারে- এ ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকতে হবে। বড় দলগুলোর কাছে মানুষ এখন অসহায় হয়ে পড়েছে।’

সেমিনারে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রজাতন্ত্রের মালিক জনগণ’ বর্তমানে একটি কথা-সর্বস্ব বাক্য মাত্র। সংবিধানের বেশিরভাগ সংশোধনী শাসকগোষ্ঠীর ইচ্ছায় হয়েছে, জনগণের ইচ্ছায় নয়। সব সরকার নিজেদের প্রয়োজনে সংবিধান সংশোধন করেছে। তাই প্রতিটি সরকার সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী।’

সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাকিল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি তারানা বেগম, অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহবুব সরদার/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।