সাংবাদিক কোপানো জবি ছাত্রলীগকর্মী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী মোবারক হোসেনকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগে ছাত্রলীগকর্মী ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুপুর ২টায় হামলাকারীদের বিচারের দাবিতে মৌন মানবন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এসময় সাংবাদিকরা মুখে কালো কাপড় ও ব্যাচ ধারণ করেন।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা জবি উপাচার্যের দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ ব্যাপারে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া অন্যন্য হামলাকারীদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করবে তদন্ত কমিটি।
এর আগে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে জবির প্রধান ফটকে জবির সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার) ও সাংবাদিক ইমরান আহমেদ (বাংলামেইলের স্টাফ রিপোর্টার) উপর হামলা চালায় জবি ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের অনুসারী ইমরান বিশ্বাস।
পরে ছাত্রলীগকর্মী ইমরান বিশ্বাসকে হাতেনাতে ধরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যান সাংবাদিক ইমরান আহমেদ। শাখা ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম তাকে ছাড়িয়ে নিয়ে যান। আহত মোবারককে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) চিকিৎসা দেয়া হয়।
সুব্রত মণ্ডল/আরএস/এসকেডি/এমএস