ইসলামী বিশ্ববিদ্যালয়

স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা: উপ-উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৮ নভেম্বর ২০২২

সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেওয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদের সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

ইবির স্কাউটস গ্রুপের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত গ্লোবাল সিটিজেনশিপ অ্যান্ড সিভিক এডুকেশন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনের সময় এসব কথা বলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা: উপ-উপাচার্য

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ।

রুমি নোমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।