রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন শীর্ষক কর্মশালা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘কোয়ালিটি অ্যাসুরেন্স টুওয়ার্ডস অ্যাক্রেডিটেশন: রোলস অব ডিফরেন্ট এনটিটিস’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করেছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিহুর রহমান। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক আব্দুর রশিদ সরকার।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিভাগ ও ইনস্টিটিউটের তিনজন করে প্রতিনিধি অংশ নেন।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।