মেসির হাতেই থাকবে বিশ্বকাপ, প্রত্যাশা রাবি সমর্থকদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১০ ডিসেম্বর ২০২২

টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে বিজয় উল্লাস করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। একই সঙ্গে এবারের বিশ্বকাপ মেসির হাতেই থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

শনিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে বিজয় উল্লাসে ক্যাম্পাস মাতিয়ে তোলেন আর্জেন্টিনা সমর্থকরা। বিভিন্ন স্লোগানে আনন্দ মিছিল করেন তারা।

আর্জেন্টিনা সমর্থক রফিকুল জাগো নিউজকে বলেন, আজকে এক দারুণ খেলা উপভোগ করেছি। এতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রিয় দলে জিতেছে- অবশ্যই তা ভালো লাগার। আজকে খেলা দেখে নিশ্চিত মেসির হাতে কাতার বিশ্বকাপ ২০২২ থাকবে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আত্মবিশ্বাস ছিল আমাদের দল জিতবে। আর্জেন্টিনা আজ যে খেলা দেখিয়েছে তাতে পুরো আশাবাদী আমরাই বিশ্বকাপ নেবো।

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী তুহিনুজ্জামান বলেন, আর্জেন্টিনার খেলা দেখে আবারও জয়ের আনন্দ পেয়েছি। এবারের বিশ্বকাপ আমরাই নিচ্ছি। আজকে দারুণ খেলেছে আমার প্রিয়দল আর্জেন্টিনা। এমন খেলা অব্যাহত থাকলে কোনো দল আর্জেন্টিনার সামনে দাঁড়াতে পারবে না।

মনির হোসেন মাহিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।