গাঁজা সেবনরত অবস্থায় ৫ ভর্তি পরীক্ষার্থী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগত পাঁচ শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। এদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় ব্রহ্মপুত্র নদের পাড়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

এসময় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে গাঁজাসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর নিষেধাজ্ঞা অবজ্ঞা করে দুই মেয়ে ও তিন ছেলে রাত ১০টা থেকে নদের পাড়ে অবস্থান করছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানালে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ গ্রাম গাঁজাসহ তিনটি মোবাইল জব্দ করা হয়। তাদের সঙ্গে দুটি মোটরসাইকেলও পাওয়া গেছে।

প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, ‘গাঁজা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে এ ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছে বলে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, আটকদের মধ্যে দুজনের অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাদের সবাইকে আমার কাছে পাঠানো হলে ব্যবস্থা নিতাম।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।