রাবির উন্নয়নে ৩৩৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৩ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ৩৩৮ কোটি টাকার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মতিহার হল প্রাঙ্গণে আয়োজিত ‘স্বর্ণপদক প্রদান ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ২০১৫’ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন,  এই উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে ১০তলা বিশিষ্ট একটি ছাত্রী ও একটি ছাত্র হল নির্মাণ করা হবে। পাশাপাশি ২০তলা বিশিষ্ট একটি অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন আরও ৫টি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রস্তাবিত হল দুটি হলো- শেখ হাসিনা ও শহীদ কামারুজ্জামান হল। ইউজিসির অনুমোদন পাওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে হর্টিকালচার, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রেশন, সয়েল সায়েন্স ও ইন্ডাস্ট্রিয়াল ল।

শিক্ষার্থীদের উদ্দেশে চৌধুরী সারওয়ার জাহান বলেন, পড়ালেখার পাশাপাশি অন্যান্য জ্ঞান চর্চার জন্যই বিশ্ববিদ্যালয়। এখানে সেই জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালানো হচ্ছে। একজন তরুণকে কীভাবে দেশের সম্পদে পরিণত করা যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে।

এ সময় অনুষ্ঠানে মতিহার হলের আবাসিক শিক্ষক সাদিকুল ইসলাম সাগরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।

অনুষ্ঠানে নিজ নিজ বিভাগে ২০১৩ সালের চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করায় মতিহার হলের তিন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়। স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন; হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আরাফ খান রিকো, আরবী বিভাগের মো. হাদীউজ্জামান ও প্রাণিবিদ্যা বিভাগের মো. মুসাব্বীর আহমেদ।

রাশেদ রিন্টু/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।