নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৫ মে ২০২৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজমের বিভাগের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) কুমিল্লার ময়নামতিতে টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সের শিক্ষার্থীদের এ ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে ২১ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপে কুমিল্লার কোটবাড়ীর ময়নামতির প্রত্নসম্পদের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, স্থাপনা ও পুরাকীর্তির ইতিহাস জানার চেষ্টা করেন। এছাড়া কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে ফটোগ্রাফি ও ডকুমেন্টারি তৈরি করেন তারা।

Trip-(2).jpg

কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম বলেন, প্রথাগত ক্লাসরুমের শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্র্যাকটিকাল জ্ঞান অর্জন করতে পারেন। গ্রুপ স্টাডির কারণে শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের অধীন টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সটি। বর্তমানে ২০টি সেকশনে প্রায় ৮০০ ছাত্রছাত্রী কোর্সটিতে অংশ নিচ্ছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।