ফেসবুকে ‘সবাই ভালো থাকিস’ লিখে কুবি ছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ভালো থাকিস সবাই’ পোস্ট দিয়ে শাহরিয়ার অনিক নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। অনিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিকের সহপাঠীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ রুমের দরজা বন্ধ করে ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেন ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারো নয়, একান্ত আমার’। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে দেখেন তার দেহ ঝুলছে।

দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছুই জানে না পরিবার।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক। কী কারণে এ পথ বেছে নিলো পরিষ্কার কিছুই জানা যায়নি।

জাহিদ পাটোয়ারী/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।