বায়ার অ্যাম্বাসেডর হয়ে জার্মানি যাচ্ছেন শেকৃবির সামিউল

কীটনাশক ব্যবহারে সচেতনতাবিষয়ক ভিডিও প্রচার এবং প্রতিযোগিতার মাধ্যমে বায়ার অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে জার্মানিতে যাওয়ার সুযোগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আলম। আগামী ৭ অক্টোবর বায়ার ক্রপ সায়েন্স সদর দফতরের উদ্দেশ্যে এক সপ্তাহের শিক্ষামূলক সফরে যাবেন সামিউল।
রোববার (১অক্টোবর) শেকৃবিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী সামিউলকে বিমানের টিকিট হস্তান্তর করেন বায়ার ক্রপ সায়েন্স প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক এবং কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী।
অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবহারকারী, বিক্রেতা এবং সমস্ত স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা তৈরি করতে বায়ার সত্যিই ভালো একটি উদ্যোগ নিয়েছে। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশের সংরক্ষণে এসব উদ্যোগ অব্যাহত রাখার জন্য প্রতিষ্ঠানটিকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি লিড মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ, বিজনেস ম্যানেজার (সিড) বিধান চন্দ্র পাল ও মার্কেটিং ম্যানেজার খন্দকার ফরিদ উদ্দিন বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ কীটনাশক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আরও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে কীটনাশক শিল্পে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।
শিক্ষার্থী সামিউল আলম বলেন, দেশের মধ্যে দ্বিতীয় বারের মতো বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা আমার জন্য একই সঙ্গে অকল্পনীয় এবং গৌরবের বিষয়। শিক্ষা ভ্রমণ থেকে অর্জিত অভিজ্ঞতা আমি দেশের কৃষি ও কৃষকদের সেবায় নিয়োজিত করতে চাই।
অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার হ্রাস এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিদেশি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স দ্বিতীয় বারের মতো বাংলাদেশে এই অ্যাম্বাসেডর নির্বাচিত করলো।
তাসনিম আহমেদ তানিম/এসএনআর/জেআইএম