ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের কক্ষে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-সাপেক্ষে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠীরা। এসময় অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা দেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় উপাচার্য শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

jagonews24

এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের রুমের দরজায় তালা দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় দরজায় ‘যৌন নিপীড়কের বিচার চাই, স্টপ সেক্সুয়াল হ্যারাসমেন্ট’- লিখে দেয় তারা।

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকেই এ শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে আসছেন। কিন্তু প্রশাসনকে তার বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে দেখা যায়নি। আমাদের দাবি, সার্বিক ঘটনার ভিত্তিতে সুষ্ঠু-তদন্ত করে শিগগির ওই শিক্ষকের বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

jagonews24

এ ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী। পরে উপাচার্য অভিযোগটি গ্রহণ করে তদন্ত করবেন বলে ভুক্তভোগীকে জানান।

ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, শিক্ষক নুরুল ইসলামের দ্বারা আমাদের একজন সহপাঠী যৌন হয়রানির শিকার হয়েছেন। এর প্রতিবাদে আমরা ওই শিক্ষকের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছি এবং শিক্ষকের রুম তালাবদ্ধ করেছি। পরে শিক্ষক নুরুল ইসলামের বহিষ্কারের দাবিতে আমরা ভিসির বাসভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর স্মারকলিপি দিয়েছে আমরা। এসময় স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামীকাল সিন্ডিকেট সভা রয়েছে, সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আল সাদী ভূঁইয়া/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।