ছাত্রীকে যৌন হয়রানি

চবিতে আজও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ নিয়ে টানা ১১ দিন আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জরিন আখতার। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি। এজন্য শিক্ষার্থীরা স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান।

আন্দোলনে নেতৃত্বদানকারী রসায়ন বিভাগের শিক্ষার্থী শিতু বলেন, আমরা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের জন্য টানা আন্দোলন করছি। প্রশাসন থেকে প্রতিবেদন জমা দিতে গড়িমসি করছে। আজকের মধ্যে যদি তদন্ত প্রতিবেদন না দেয় তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

জান্নাত নুর নামের এক শিক্ষার্থী বলেন, আজও তদন্ত প্রতিবেদন জমা হয়নি। আমরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার চাই। চূড়ান্ত শাস্তি নিশ্চিত না হওয়া অবধি ক্লাস বর্জন করবো।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, তদন্ত কমিটি প্রাণপণ চেষ্টা করছে প্রতিবেদন জমা দিতে। গতকালও তারা বৈঠক করেছে, প্রতিদিন করছে। কিন্তু এত কিছু উঠে আসছে যে, তারা প্রতিবেদন জমা দিতে পারেনি।

আহমেদ জুনাইদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।