চবিতে হল থেকে অছাত্রদের বের করে দেওয়ার সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল থেকে সব অছাত্র ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের বের করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার।

তিনি বলেন, এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) নোটিশ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: চবি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বললেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, প্রশাসন আগামী মাসের ১৬ তারিখের মধ্যে আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থী ও অবৈধ ছাত্রদের হল থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের বগিভিত্তিক তিনটি উপগ্রুপের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংঘর্ষে অর্ধশতেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে এলোপাতাড়ি কোপানো হয়। বিবাদে লিপ্ত গ্রুপগুলো হলো সিএফসি, সিক্সটি নাইন ও বিজয়।

আহমেদ জুনাইদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।