চবি ছাত্রলীগের দুই গ্রুপে আবারও উত্তেজনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষ হলের সামনে অবস্থান করছিল।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, আগের ঘটনার জের ধরে সিক্সটি নাইন গ্রুপের এক নেতাকে কুপিয়েছে সিএফসি গ্রুপের কর্মীরা। এর সূত্রে ধরে উভয়পক্ষ নিজ নিজ হলের সামনে অবস্থান নেয়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

সিএফসি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে গত বৃহস্পতিবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। সংঘর্ষে দুজন গুরুতর আহতসহ ৩০ জনের বেশি ছাত্রলীগ কর্মী আহত হন।

আহমেদ জুনাইদ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।