জবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, ড. জাহাঙ্গীর হোসেন পরবর্তী দুই বছর প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯ ফেব্রুয়ারি থেকে আদেশটি কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল। মেয়াদ শেষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে এতদিন দায়িত্ব পালন করে গেছেন তিনি।

আরএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।