রাবিতে বই মেলার শেষদিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজন ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’চার দিনব্যাপী বই মেলার শেষ দিন আজ। শেষ দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে জমেছে মেলায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে মেলায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

সায়েন্স ক্লাবের আয়োজনে এবারের বইমেলায় ২০টি স্টলে প্রায় ৩০ হাজার বই স্থান পেয়েছে। প্রতিটি স্টলেই শিক্ষক-শিক্ষার্থীরা তাদের পছন্দের বই কিনতে ভিড় জমাচ্ছেন। মেলার শেষদিন হওয়ায় শিক্ষকরা তাদের পরিবার নিয়ে এবং ক্যাম্পাসের বাইরে থেকেও অনেক বইপ্রেমী মেলায় এসেছেন।

 

আয়োজকদের মতে, মেলার শেষদিন হওয়ায় গত তিন দিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি। বেচাকেনাও আগের চেয়ে অনেক বেড়েছে। এবারের মেলায় প্রথমা প্রকাশন, সমকালীন প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জ্ঞানকোষ প্রকাশনী, সূর্যোদয় প্রকাশনী, পারিজাত প্রকাশনীসহ প্রায় ২০টি প্রকাশনী অংশ নিয়েছে।

বাচ্চাদের নিয়ে বই মেলায় ঘুরতে এসেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী বই পিপাসু এবং বাচ্চাদের মধ্যে বই পড়ার স্পৃহা ছড়িয়ে দিতে তারা যে আয়োজন করেছে সেটি আসলেই মহৎ উদ্যোগ। আমি বাচ্চাদের নিয়ে মেলায় এসেছি, তারা প্রতিটি স্টলে পছন্দের বই দেখছে’।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান অবনী বলেন, ‘আজ শেষ দিন, তাই অনেকক্ষণ মেলায় থাকবো। অনেকগুলো স্টল ঘুরে দুটি বই কিনেছি। আরও কয়েকটি কিনবো।’

রাবিতে বই মেলার শেষদিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সুমাইয়া সুহি বলেন, ‘বই মেলার জন্য প্রতিবছরই অপেক্ষায় থাকি। বইমেলা মানেই ভালো লাগা, কোনটা রেখে কোনটা কিনবো দ্বিধায় পড়ে যায়। আমি হুমায়ূন আহমেদ স্যারের খুব বড় ফ্যান। স্যারের কয়েকটি বই আমার পছন্দ হয়েছে। সায়েন্স ক্লাবের এমন আয়োজন আমরা প্রতিবছরেই চাই।’

রাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত বলেন, ‘বই পড়ার বিকল্প নেই। স্মার্ট ফোনের যুগে মানুষকে বই পড়তে আগ্রহী করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব পঞ্চমবারের মতো আয়োজন করছে অমর গ্রন্থ কুটির-২০২৪। গত বছর প্রায় ১২ লাখ টাকার বই বিক্রি হয়েছে, বই বেশি থাকায় এবার বিক্রি আরও বেশি হবে বলে আশা করছি।’

সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম আলম বলেন, আজ মেলার শেষদিন হওয়ায় ভিড় অনেক বেশি। স্টলগুলো দর্শনার্থীতে কানায় কানায় পরিপূর্ণ। আজ রাত ১০টা পর্যন্ত চলবে বই মেলা। শেষদিন হওয়ায় বইয়ের কালেকশনে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে।

মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।