রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯১.৭৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ হাজার ৭৯০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯০০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় উপস্থিতির হার শতকরা ৯১ দশমিক ৭৫ শতাংশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে ৮৯০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯১.৭৫ শতাংশ

আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টায় খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট পরীক্ষা শুরু হবে। আগামী ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে।

মনির হোসেন মাহিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।