রাবি কেন্দ্রে লড়ছে ঢাবির ‘ক’ ইউনিটের সাড়ে ১১ হাজার ভর্তিচ্ছু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০১ মার্চ ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত তথা ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। 'ক’ ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্রে ঢাবির ১১ হাজার ৯২০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

এ বছর বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ৮২ জন শিক্ষার্থী। সে হিসেবে একটি আসনের জন্য ৬৬ জন শিক্ষার্থী লড়াই করবেন। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে পরীক্ষা এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে এক ঘণ্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫ নম্বর কাটা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে দুই লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ দুই লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

রাবি কেন্দ্রে লড়ছে ঢাবির ‘ক’ ইউনিটের সাড়ে ১১ হাজার ভর্তিচ্ছু

আগামী ৯ মার্চ 'চ’ ইউনিট তথা চারুকলা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসন প্রতি আবেদন করেছেন ৫৪ জন শিক্ষার্থী।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট ও ২৪ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এ ছাড়াও ক্যাম্পাসে খাবারের দাম বা অটোরিকশা ভাড়া বেশি নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।

মনির হোসেন মাহিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।