চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৭৮ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:১৭ এএম, ০৩ মার্চ ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে উপস্থিত ছিলেন ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (২ মার্চ) ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থী উপস্থিতির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নাসিম হাসান।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে এক হাজার ২১৫টি। পরীক্ষায় আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৭৭ হাজার ২৫৯ জন।

এর আগে বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়। এছাড়া জিপিএর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। বহুনির্বাচনী পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

jagonews24

সার্বিক বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার জাগো নিউজকে বলেন, শনিবার চবির ভর্তি পরীক্ষার প্রথম দিন ছিল। ভর্তি পরীক্ষা ঘিরে যাবতীয় প্রস্তুতি আমরা নিয়েছি। নিরাপত্তার জন্য পুলিশ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, রেলওয়ে পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট সতর্ক অবস্থানে ছিল। আমরা আশা করছি প্রতিবারের মতো এবারও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ইতহাসে কখনো প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। এ বছরও এমন কোনো ঘটনা ঘটবে না। এবার প্রথমবারের মতো ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে কোনো রকম সমস্যা ছাড়াই প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছেছে।

আহমেদ জুনাইদ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।