জাবি সংলগ্ন মহাসড়কে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৫ মার্চ ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন মহাসড়কে শাখা ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর ২টার দিকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেটের কাছাকাছি গেলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এতে বাধা দেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়। এতে ছাত্রদল নেতা নাইমুর হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হন।

এছাড়া শফিকুল ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের এক কর্মীও গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

জাবি সংলগ্ন মহাসড়কে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

হামলার বিষয়ে শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক জাগো নিউজকে বলেন, ‘চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানাতে আমরা মিছিল বের করি। মিছিলটি মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন গেটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের ওপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিএন্ডবি এলাকায় বাসে আগুন দিতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বাধা দিতে যায়। তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে আমাদের এক কর্মী আহত হন।

মাহবুব সরদার/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।