এআইইউবিতে ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ এএম, ১২ মার্চ ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের আয়োজনে মাতৃভাষার সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন উপলক্ষে ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের খাবার ও সাংস্কৃতিক সামগ্রী বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্ল্যাশ মব, নাচ, গানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন এআইইউবির রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এম হামিদুল হক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।