শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ার পথ দেখাতে হবে: ছাত্রলীগ সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৯ মার্চ ২০২৪

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ার পথ দেখাতে হবে। এজন্য আইটি কম্পিটিশন, প্রোগ্রামিং কম্পিটিশন, জব ফেয়ার ও আইটি ফেয়ারের আয়োজন করতে হবে। এতে ছাত্রলীগ ভূমিকা রেখে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবি ছাত্রলীগের কর্মিসভায় একথা বলেন তিনি।

শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ার পথ দেখাতে হবে: ছাত্রলীগ সভাপতি

কর্মিসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম-সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাশ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, উপ-দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, উপ-অটিজম বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা সভাপতি হবো, সাধারণ সম্পাদক হবো সেই স্বপ্ন, সেই ক্যালকুলেশন মেলানোর জন্য ছাত্ররাজনীতি করি না। আমাদের ছাত্ররাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কিছু শিখবো। ছাত্ররাজনীতির মাধ্যমে আমাদের রাজনৈতিক বোধ আরও হৃদ্য ও পরিমিত হবে, আমাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে, বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে আমরা ভূমিকা রাখবো। আমরা বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবো। ছাত্রলীগ বা ছাত্রসংগঠন হচ্ছে সেই প্ল্যাটফর্ম।’

শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ার পথ দেখাতে হবে: ছাত্রলীগ সভাপতি

তিনি বলেন, ‘এখানে (শাবিপ্রবি) যারা ছাত্ররাজনীতি করছেন তাদের প্রতি ছাত্রলীগের আবেদন থাকবে, আপনি ছাত্রলীগ করবেন নিজেকে আরও উন্নত করার জন্য, নিজেকে আরও আলোকিত করার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে যদি আপনি ছাত্ররাজনীতি করেন তাহলে জাতির পিতার যে স্বপ্ন, সোনার মানুষ গড়ার কারখানা হবে ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্নকে প্রতিধ্বনিত করাই ছাত্রলীগের প্রধান লক্ষ্য।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কে সভাপতি হচ্ছে, কে সাধারণ সম্পাদক হচ্ছে সেটি ছাত্রলীগের একটি গৌণ বিষয়। যারা আজ পদপ্রত্যাশী ও সাধারণ কর্মী রয়েছেন তাদের সবাইকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, আমরা আমাদের প্রজন্মের পতাকাকে সঠিকভাবে বহন করবো—এটাই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য।’

নাঈম আহমদ শুভ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।