রাবি উপাচার্যের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৫ মার্চ ২০২৪
রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের নামে ভুয়া গুগল আইডি খুলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ফেক আইডি দিয়ে ই-মেইলে উপাচার্যের পরিচিত অনেকের কাছে গিফট কার্ড ও আইটিউন কেনার জন্য যোগাযোগও করছে প্রতারক।

এ নিয়ে শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সতর্ক করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

একটি স্ক্রিনশর্ট শেয়ার করে পোস্টে তিনি লিখেছেন, ‌‍‘Dr. Golam Shabbir Sattar নামে (mentioned below) একটি Fake ID খুলে iTune এবং Gift Card কেনার জন্য যোগাযোগ করছে! অনুগ্রহ করে কেউ সাড়া দেবেন না! This is not my verified ID!’

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জাগো নিউজকে বলেন, ‘ভুয়া আইডি খুলে প্রতারকচক্র এটা করছে হয়তো। কয়েকজন আমাকে বিষয়টি জানিয়েছেন। এরপর আমি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেছি।’

এ নিয়ে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবো।’

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।