জবির সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা হলেন রাইসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৫ এপ্রিল ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাইসুল ইসলাম। তিনি এ বিভাগের সহযোগী অধ্যাপক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলামের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় ছাত্র উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া, দায়িত্ব ও করণীয় সংক্রান্ত অনুমোদিত নীতিমালা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক এ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা রাইসুল ইসলাম দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, বিভাগের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব পালনের জন্য আপ্রাণ চেষ্টা করবো।

আরএএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।