বাকৃবিতে ২০ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২১ এপ্রিল ২০২৪

পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সারাদেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিটিআই শ্রেণী কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ২১ এপ্রিল হতে ২৩ মে পর্যন্ত প্রায় ৩৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলবে। এতে মোট ২৫জন শিক্ষক অংশ নিবেন বলে জানা যায়।

বাকৃবিতে ২০ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র শিক্ষা উপদেষ্টা ড. মাহামুদ-উল-হক, জিটিআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক ড. মোজাহার আলী এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাছুমা হাবিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাকৃবির জিটিআই কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সারাদেশে এ প্রশিক্ষণ ব্যাপকভাবে সমাদৃত।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের জন্য জিটিআই এ দক্ষ প্রশিক্ষক রয়েছে। আপনাদের আচরণ, ক্লাস নেওয়ার দক্ষতা থেকে বোঝা যাবে আপনারা প্রশিক্ষণ থেকে কতটুকু গ্রহণ করেছেন। এ প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান, দক্ষতা আপনাদের শিক্ষকতা পেশার সহায়ক হিসেবে কাজ করবে।

আসিফ ইকবাল/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।