ঢাবিতে দর্শন বিষয়ক সেমিনার

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৭ এএম, ২৪ এপ্রিল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘এন এক্সামিনেশন অফ নো থিসিস আরগুমেন্ট অফ নাগার্জুন’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ভারতীয় দার্শনিক নাগার্জুনের চিন্তাভাবনা ও দর্শন বিভিন্ন জাতি ও ভাষার মানুষকে অনুপ্রাণিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী দার্শনিক। ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা ড. গোবিন্দচন্দ্র দেবের জ্ঞান, দর্শন ও চিন্তাভাবনা বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

সেমিনারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. দিলীপ কুমার মোহান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বক্তব্য রাখেন। কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জসীম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

হাসান আলী/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।