বিসিএস পরীক্ষার্থীদের পরিবহন সেবা দিচ্ছে শাবিপ্রবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পরিবহন সেবা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যেসব শিক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে সিলেট শহরে বিভিন্ন কেন্দ্রে যাবেন, তাদের জন্য চারটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

চারটি বাসের মধ্যে দুটি বাস টিলাগড় পয়েন্ট পর্যন্ত এবং অন্য দুটি বন্দর পয়েন্ট পর্যন্ত যাবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। তবে কেন্দ্র থেকে ফেরার সময় বাস সুবিধা থাকছে না।

শুক্রবার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন প্রার্থীরা।

নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।